উয়েফা
সভাপতি মনে করেন, ফুটবলকে রোল মডেল এবং সবার অনুপ্রেরণার উৎস হিসেবে গড়ে তুলতে আরো
অনেক কাজ করতে হবে তাদের।
গত
১১ জুলাই ওয়েম্বলিতে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের ফাইনালে দর্শক এবং কর্মকর্তাদের মধ্যে
সংঘর্ষ হয়। ওই আসরে টাইব্রেকারে ইংল্যান্ডকে হারিয়ে শিরোপা জেতে ইতালি।
ম্যাচটিতে
শতশত দর্শক নিরাপত্তা বেস্টনী ভেঙে স্টেডিয়ামে ঢুকে পড়ার চেষ্টা করে। এ ঘটনার জেরে
ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশনকে (এফএ) শাস্তিও পেতে হয়।
গত
ডিসেম্বরে ব্যারনেস লুইস কেসি পরিচালিত একটি স্বাধীন পর্যালোচনায় বলা হয়, ওই দিন প্রাণহানীসহ
সম্ভাব্য অনেক গুরুতর কিছুই ঘটতে পারত।
ইংল্যান্ড
ফুটবল অ্যাসোসিয়েশন ওই দিনের ঘটনায় বিস্ময় প্রকাশ এবং ক্ষমা চেয়েছিল।
ভিয়েনায়
ইউরোপিয়ান ফুটবল গভর্নিং বডির সভায় চেফেরিনের কথায় ওয়েম্বলির সেই প্রসঙ্গ এলো আবার।
বললেন, সহিংসতার বিরুদ্ধে সংস্থার শক্ত অবস্থানের কথা।
“আমাদের খেলাকে রোল মডেল এবং আজকের তুলনায় অনুপ্রেরণার বড় উৎস হিসেবে গড়ে
তুলতে এখনো অনেক সমস্যার সমাধান করতে হবে। গত বছর ইউরোর ফাইনালে ওয়েম্বলি স্টেডিয়ামে
সহিংসতার চিত্র গ্রহণযোগ্য নয়।”
“যখন একটি পরিবার কোনো প্রতিযোগিতার ম্যাচ দেখতে যায়, তখন এটি মজা, উদযাপন
এবং উপভোগের সময় হওয়া উচিত। স্টেডিয়ামের ভেতর এবং বাইরে মানুষের নিরাপদ বোধ করা উচিত।
তারা কখনোই ঝুঁকি বোধ করতে পারে না। কর্তৃপক্ষের সহায়তায় এটি কখনোই হতে পারে না। কখনোই
না।”
আগামী
১ জুন ওয়েম্বলিতে খেলবে কোপা আমেরিকা চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ইউরো চ্যাম্পিয়ন ইতালি।
যে লড়াইয়ের নাম দেওয়া হেয়েছে ‘ফিনালিস্সিমা।’