বুধবার সকাল আটটায় নগরীর কোতোয়ালী থানার আসকার দিঘীর উত্তর
পাড়ের সড়ক দিয়ে ওই নারী হেঁটে যাওয়ার সময় এ ঘটনা ঘটে। আহত ওই নারী চট্টগ্রাম
মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পরে নগরীর রেয়াজউদ্দিন বাজারের কাঁচা বাজার থেকে মো. রিপন (২৫)
নামে ওই যুবককে গ্রেপ্তার করে পুলিশ।
কোতোয়ালী থানার এসআই বাবলু পাল জানান, সড়কের আশেপাশের সিসি
ক্যামেরার ফুটেজ দেখে রিপনকে শনাক্ত করা হয়। পরে
রেয়াজউদ্দিন বাজারের কাঁচা বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
যুবকটি ‘ভবঘুরে ও মাদকাসক্ত’ হতে পারে বলে ধারণা পুলিশের। কী
কারণে যুবকটি ওই নারীর ওপর হামলা করেছে তা বলতে পারেনি পুলিশ।
এসআই বাবলু পাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল পৌনে
আটটার দিকে ওই নারী তার সন্তানকে স্কুলে দিয়ে পায়ে হেঁটে বাসায় ফিরছিলেন।
“এসময় রিপন পেছন থেকে দৌঁড়ে গিয়ে ভাঙ্গা কাঁচের টুকরো
দিয়ে ওই নারীর বুকের ডান পাশে আঘাত করে পালিয়ে যায়।”
তিনি বলেন, পরে সিসিটিভি ফুটেজের তথ্য সংগ্রহ করে দেখা যায়,
হামলার পর রিপন আসকার দিঘীর পাড়, হেমসেন লেইন দিয়ে হেঁটে রেয়াজউদ্দিন বাজারে চলে
যায়। যাওয়ার
পথে হেমসেন লেইনে বড়ুয়া গলির মুখে একটি দোকানের কার্নিশে সাইন বোর্ডের পেছনে
কাঁচের টুকরোটি রেখে যায়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে রিপন জানিয়েছে, ওই নারীকে তিনি চেনেন
না।
অপরদিকে নারীর পরিবারের সদস্যরাও তাকে চেনেন না বলে পুলিশ
জানায়।