ক্যাটাগরি

নির্মাণ শ্রমিকদের প্রশিক্ষণ দেবে আর এ কে সিরামিকস

হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউটের (এইচবিআরআই) সঙ্গে
যৌথভাবে এ প্রশিক্ষণ দেওয়া হবে বলে বুধবার সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে আর এ কে
সিরামিকস।

প্রশিক্ষণ কর্মশালাগুলোতে টাইলস ফিটিং ও পরিবেশবান্ধব
কনক্রিট ব্লক গাঁথুনির বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে।

২০২২ সালে মোট ২৪টি কর্মশালা হবে। প্রতিটিতে ৪০ জন শ্রমিককে
প্রশিক্ষণ দেওয়া হবে।

কর্মশালা শেষে নির্মাণ শ্রমিকদের এইচবিআরআই এর পক্ষ থেকে
সনদ দেওয়া হবে।

সম্প্রতি এ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে ছিলেন এইচবিআরআই
এর মহাপরিচালক মো. আশরাফুল আলম, আর এ কে সিরামিকসের সিওও ও সিএফও সাধন কুমার দে, হেড
অব মার্কেটিং এস এম আরাফাতুর রহমান।

অনুষ্ঠানে আশরাফুল দক্ষ নির্মাণকর্মী প্রশিক্ষণের সঙ্গে থাকার
জন্য আর এ কে সিরামিকসকে ধন্যবাদ জানান।

সাধন দে বলেন, “সরকারি প্রতিষ্ঠান এইচবিআরআই এর সাথে কাজ
করতে পেরে আমরা গর্বিত।”