বুধবার দুপুরে উপজেলার ড্রাইভার বাজার ও
পুরান বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানা করা হয় বলে ভোক্তা
অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক দেবানন্দ সিনহা জানান।
তিনি আরও বলেন, “এসব দোকানে এক কেজির
সয়াবিন তেলের বোতলের গায়ে লেখা ১৬০ টাকায় বিক্রি না করে ২০০ টাকায় বিক্রি করা
হচ্ছিল।
বেশি দামে তেল বিক্রির কারণে পোস্ট অফিস
রোডের রাধাকৃষ্ণ ভাণ্ডারকে সাত হাজার, বাসন্তী স্টোরকে চার হাজার, ড্রাইভার
বাজারের আব্দুর রউফ স্টোরকে পাঁচ হাজার, পুরান বাজারের মুখলিছ ভ্যারাইটিজ স্টোরকে ছয়
হাজার, ইকবাল স্টোরকে চার হাজার এবং রিপন স্টোরকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।
মোট ৩১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এর পাশাপাশি প্রায় ৫০০ লিটার সয়াবিন তেল
বোতলের গায়ের মূল্যে গ্রাহকদের কাছে বিক্রি করা হয় বলে দেবানন্দ সিনহা জানান।