ক্যাটাগরি

রাশিয়া এ পর্যন্ত ১০-১২টি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে রাশিয়া

মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় মন্ত্রণালয়টির ঊর্ধ্বতন এক কর্মকর্তা এমনটি জানিয়েছেন।

তিনি জানান, রাশিয়া এ ধরনের কতগুলো ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে যুক্তরাষ্ট্রের কাছে তার ‘সঠিক হিসাব’ নেই।

রাশিয়া জানিয়েছে, ইউক্রেইনে মার্চে প্রথমবারের মতো কিনঝাল হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে তারা।

এ ধরনের ক্ষেপণাস্ত্র ২ হাজার কিলোমিটার পাল্লার মধ্যে থাকা যে কোনো লক্ষ্যে আঘাত হানতে পারে এবং এটি ঘন্টায় ৬ হাজার কিলোমিটারেরও বেশি গতিতে ছুটতে পারে, জানিয়েছে বিবিসি।

সম্প্রতি ইউক্রেইনীয় কর্মকর্তারা অভিযোগ করেছেন, রাশিয়া রোববার ওদেসার হামলায় এই কিনঝাল ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে।

তবে ওই মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, শহরগুলোর বিরুদ্ধে কিনঝাল ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হচ্ছে এমন ‘ইঙ্গিত দেওয়ার মতো কোনো তথ্য’ তার কাছে নেই।