ক্যাটাগরি

সড়ক দুর্ঘটনায় আহত বেনাপোলের সাবেক ছাত্রলীগ নেতার মৃত্যু

বুধবার সকালে রাজধানীর ন্যাশনাল
ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে বেনাপোল
পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক কামাল হোসেন জানান।

নিহত সুমন মাহমুদ (৩০) শার্শা উপজেলার
নারায়ণপুর গ্রামের প্রয়াত ইয়ার আলীর ছেলে। তিনি বেনাপোল পৌর ছাত্রলীগের সাবেক
যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন বলে জানান উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রহিম
সরদার। 

পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ
সম্পাদক কামাল বলেন, ঈদের পরে শুক্রবার রাতে বাড়ি যাওয়ার সময় পৌরসভার কলেজ রোডে
সমাজকল্যাণ ক্লাবের সামনে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সুমন গুরুতর আহত হন।
তিনি মারাত্মকভাবে মাথায় আঘাত পান।

স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর সদর
হাসপাতালে পাঠায়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ঢাকার নিউরো সাইয়েন্স হাসপাতালে
নিয়ে যাওয়া হয়।