ক্যাটাগরি

উদ্ধার হলেও বাঁচলেন না বাসের চাকায় পিষ্ট যুবক

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে ওয়ারী এলাকায় ঠিকানা পরিবহনের একটি বাসের পেছনের চাকার নিচে চাপা পড়েন মুন্না (১৯) নামে ওই যুবক। খবর পেয়ে স্থানীয় লোকজনের সহযোগিতায় তাকে উদ্ধার করে পুলিশ।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাত ৭টা ৪০ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন বলে জানান ওয়ারী থানার এসআই তাপস মণ্ডল।

তিনি বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ছেলেটি অফিস শেষে হয়ত সেই বাসটিতে উঠছিল, বা গেইটে ছিল। সেখান থেকে পড়ে গিয়ে ওই বাসেরই চাকার নিচে চলে যায়।”

দুর্ঘটনার পর চালক বাস রেখে পালিয়ে যান জানিয়ে তিনি বলেন, “ঠিকানা পরিবহনের বাসটি ছিল যাত্রাবাড়ীমুখী, আর যুবকটিকে উদ্ধার করা হয়েছে ঐ বাসের পেছনের চাকার নিচ থেকে।”

কিভাবে এ দুর্ঘটনা হয়েছে তদন্তের পর সে বিষয়ে বলা যাবে জানিয়ে এসআই বলেন, মুন্না এইচএসসি পরীক্ষা দিয়ে ঢাকায় এসে মতিঝিলের একটি বেসরকারি প্রতিষ্ঠানে কম্পিউটার অপারেটর হিসাবে কাজ নেন। তার গ্রামের বাড়ি চাঁদপুর সদর থানা এলাকায়। বর্তমানে ঢাকার সানারপাড় এলাকায় থাকতেন।

তার সহকর্মী রফিকুল ইসলাম জানান, মুন্না অফিস শেষ করে বাসার উদ্দেশে বের হয়েছিলেন।

পুলিশ জানায়, মুন্নার মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। চালককে আটকের চেষ্টা করা হচ্ছে।