কাপ্তাই ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শাহীন আলম জানান, নিখোঁজের ১৫ ঘণ্টা পর বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টায় অপূর্ব সাহার লাশ নদীর সীতাঘাট এলাকা থেকে উদ্ধার করেন তারা।
১৯ বছর বয়সী অপূর্ব চট্টগ্রাম মহানগর মাদারবাড়ী এলাকার মৃত অরুপ সাহার ছেলে।
এর আগে বুধবার বিকাল সাড়ে ৩টার দিকে সীতারঘাট এলাকায় কর্ণফুলী নদীতে ছয় বন্ধু গোসল করতে নামার পর তিনজন তলিয়ে যান। আর তিনজন সাঁতরে কূলে আসতে পারেন।
নিখোঁজদের উদ্ধারে কাপ্তাই ফায়ার সার্ভিস ও নৌ বাহিনীর ডুবরি দল অভিযান চালালে প্রথমে দিয়ান সাহাকে জীবিত উদ্ধার করে। পরে বিকাল সাড়ে ৫টার দিকে তার বন্ধু লোকেশ বৈদ্যর লাশ উদ্ধার করা হয়।
পরে রাতেই কাপ্তাই উপজেলা প্রশাসন ও পুলিশের সহায়তায় লোকেশের লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
ওয়াগ্গা ইউনিয়নের ৯ নম্বর শিলছড়ি ওয়ার্ডের ইউপি সদস্য মো. সরোয়ার হোসেন জানান, ভোর সাড়ে ৫ টার দিকে জেলেদের মাছ ধরার রশির টানের সঙ্গে নিখোঁজ থাকা অপূর্বর লাশ ভেসে ওঠে। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা গিয়ে লাশ উদ্ধার করে চন্দ্রঘোনা থানায় হস্তান্তর করে।
এ বিষয়ে যোগাযোগ করা হলে চন্দ্রঘোনা থানার ওসি ইকবাল বাহার চৌধুরী বলেন, অপূর্বর পরিবারের কোন অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই তাদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।