জাপানের প্রধানমন্ত্রী ফুমিও
কিশিদা গত
১০ মে
টোকিওর ইম্পেরিয়াল
প্যালেসে এক
অনুষ্ঠানে বাংলাদেশের প্রধানমন্ত্রীর
সাবেক মুখ্য
সচিব আবুল
কালাম আজাদের
হাতে এই
পুরস্কার তুলে
দেন বলে
সিভিএফ এর
এক সংবাদ
বিজ্ঞপ্তিতে জানানো হয়।
জাপানের সঙ্গে সম্পর্ক
উন্নয়নে বিশেষ
ভূমিকা রাখার
জন্য এ
বছর আজাদসহ
তিন বাংলাদেশি
‘অর্ডার অব
রাইজিং সান’
সম্মাননা পেয়েছেন।
এর মধ্যে প্রধানমন্ত্রী
কার্যালয়ের এসডিজি বিষয়ক সাবেক মুখ্য
সমন্বয়ক ও
বাংলাদেশ স্কাউটসের
প্রেসিডেন্ট আবুল কালাম আজাদ পেয়েছেন
‘দ্য অর্ডার
অব দি
রাইজিং সান,
গোল্ড অ্যান্ড
সিলভার স্টারস’
পুরস্কার।
জাপান ও বাংলাদেশের
মধ্যে অর্থনৈতিক
মিথষ্ক্রিয়া ও পারস্পরিক বোঝাপড়া তৈরিতে
বিশেষ ভূমিকার
জন্য তাকে
এ সম্মাননা
দেওয়া হয়েছে।
জাপান সরকার বলছে,
সরকারের মধ্য
থেকে জাপানের
বিগ-বি
উদ্যোগের অধীনে
থাকা বিভিন্ন
প্রকল্প এগিয়ে
নিতে এবং
দুদেশের মধ্যে
জোরালো উন্নয়ন
অংশীদারিত্ব তৈরিতে ভূমিকা রেখেছেন সাবেক
এই আমলা।
এর ধারাবাহিকতায়
জাপানি মুদ্রা
ইয়েনের হিসাব
অনুযায়ী ঋণগ্রহীতা
হিসেবে বাংলাদেশ
শীর্ষ অবস্থানে
পৌঁছেছে।
আবুল কালাম আজাদ
২০১০ সালে
বিদ্যুৎ
সচিব থাকাকালে
জাইকার সহোযোগিতা
নিয়ে বিদ্যুৎখাতের মহাপরিকল্পনা তৈরিতে
ভূমিকা রাখেন।
২০১৪ থেকে
২০১৯ পর্যন্ত
জাপান বাংলাদেশ
পাবলিক প্রাইভেট
ইকোনমিক ডায়ালগে
জাপানের বাণিজ্য
সচিবের সাথে
সহ-সভাপতিত্ব
করেন।
মহেশখালী মাতারবাড়ী ইন্টিগ্রেটেড
ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ গঠিত হওয়ার পর
বিদ্যুৎ,
জ্বালানি, গভীর সমুদ্র বন্দর এবং
অর্থনৈতিক অঞ্চলে জাপানের বিনিয়োগ আকর্ষণে
তার ভূমিকা
ছিল।
সিভিএফ এর
বিশেষ দূত
আবুল কালাম
আজাদ ওয়ার্ল্ড
ইকোনমিক ফোরামের
গ্লোবাল কমিশন
অন বায়োডাইভারসিটিজ
এ কমিশনার
হিসেবেও দায়িত্ব
পালন করছেন।
জাপান-বাংলাদেশ চেম্বার
অব কমার্স
অ্যান্ড ইন্ডাস্ট্রিজের
(জেবিসিসিআই) সাবেক সভাপতি আবদুল হক
এবার ‘দ্য
অর্ডার অব
রাইজিং সান,
গোল্ড রেইজ
উইথ রোজেট’
সম্মাননা পেয়েছেন।
আর ‘দ্য
অর্ডার অব
দ্য রাইজিং
সান, গোল্ড
অ্যান্ড সিলভার
রেইস’ সম্মাননা
পেয়েছেন ইয়ামাগাতা-ঢাকা ফ্রেন্ডশিপ
হাসপাতালের প্রতিষ্ঠাতা ডা. এখলাসুর রহমান।