ক্যাটাগরি

টিসিবির সয়াবিন তেলের দাম বাড়ছে না

বৃহস্পতিবার টিসিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ১৬ মে থেকে ৩০ মে পর্যন্ত
টিসিবির ট্রাকসেল কার্যক্রম চলবে। 

ভোজ্যতেল প্রতি লিটার
১১০ টাকা, চিনি প্রতি কেজি ৫৫ টাকা, মশুর ডাল প্রতি কেজি ৬৫ টাকা এবং ছোলা ৫০ টাকা
কেজি দরে বিক্রি হবে বলেও জানানো হয়েছে।

ঈদের আগে যখন টিসিবির
পণ্য বিক্রি হচ্ছিল, তখন বাজারে সয়াবিন তেলের লিটার ছিল ১৬০ টাকা। ঈদের পর তা ৪০ টাকা
বেড়ে তা প্রায় দুইশ টাকা ছুঁয়েছে।

টিসিবির ট্রাক নামছে, সয়াবিন তেলের দাম চূড়ান্ত হয়নি

সয়াবিন তেলের দাম লিটারে ৪০ টাকা বাড়ল

কোথাও মিলছে না সয়াবিন তেল, হঠাৎ ‘উধাও’
 

এতে টিসিবির সয়াবিন
তেলের দাম বাড়ানোর আলোচনা হলেও আগের দাম বহাল রাখাই চূড়ান্ত হল।

টিসিবির ট্রাকে ভোক্তা
প্রতি তেল ২ লিটার, চিনি ২ কেজি, ডাল ২ কেজি এবং ছোলা চাহিদা অনুযায়ী বিক্রি করা হবে
বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এতে বলা হয়, “বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্য
মূল্য সহনীয় রাখতে নিম্ন আয়ের পরিবারকে সাশ্রয়ী এবং ভর্তুকি মূল্যে পণ্য দেওয়ার
নিমিত্ত টিসিবি কর্তৃক সারাদেশে সব মহানগরী জেলা/উপজেলায় ১৬ থেকে ৩০ মে ২৫০ থেকে ৩০০টি
খোলা ট্রাকের মাধ্যমে বিক্রয় কার্যক্রম চলবে।”

তবে শুক্র ও শনিবার টিসিবির
বিপণন বন্ধ থাকায় এমাসে ১৩ দিনের জন্য ট্রাকের দেখা পাবেন ভোক্তারা।