বৃহস্পতিবারের এ ঘটনায় এয়ারবাস এ৩১৯ উড়োজাহাজটির ১১৩ যাত্রী ও ৯ ক্রুর মধ্যে কারও মৃত্যু হয়নি, শুধু কিছু আরোহী সামান্য আঘাত পেয়েছেন বলে এক বিবৃতিতে জানিয়েছে এয়ারলাইন্সটি; তবে কতোজন যাত্রী আহত হয়েছেন সে সংখ্যা উল্লেখ করেনি তারা।
চীনের বেসামরিক বিমান চলাচল প্রশাসন (সিএএসি) জানিয়েছে, ফ্লাইট টিভি৯৮৩৩ থেকে আরোহীদের সরিয়ে নেওয়ার সময় বিভিন্ন জায়গায় বাড়ি খেয়ে ও পা মচকে ৩৬ জন আহত হয়েছেন, পরীক্ষার জন্য তাদের স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।
সিএএসির বিবৃতিতে বলা হয়েছে, অস্বাভাবিকতা দেখার পর পাইলটরা পদ্ধতিগতভাবে উড্ডয়ন বন্ধ করেন, এতে উড়োজাহাজটি রানওয়ে থেকে ছেচড়ে গেলে একটি ইঞ্জিন ঘষা খায় ও তাতে আগুন ধরে যায়।
জরুরি পরিকল্পনা সক্রিয় করে কাজ শুরু করা হয়েছে এবং তদন্তকারীরা ঘটনাস্থলে গিয়েছেন বলে বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থাটি জানিয়েছে।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হযেছে, চায়না ইস্টান এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে বহু প্রাণহানির দুই মাসের মধ্যে চীনের আরেকটি যাত্রীবাহী উড়োজাহাজ দুর্ঘটনায় পড়ল। প্রথম ঘটনাটির পর বিমান চলাচলের ক্ষেত্রে নিরাপত্তা আরও জোরদার করতে বেশ কিছু পদক্ষেপ নিয়েছিল সিএএসি।
যাচাই করা যায়নি সামাজিক যোগাযোগ মাধ্যমে আসা এমন ভিডিওতে দেখা গেছে, চায়না এয়ারের শাখা তিব্বত এয়ারলাইন্সের উড়োজাহাজটির বাম পাশ থেকে আগুনের শিখা ও ঘন ধোঁয়া বের হচ্ছে আর যাত্রী ও ক্রুরা হেঁটে সরে যাচ্ছেন।
Tibet Airlines TV9833/A319/B-6425 from Chongqing to Nyingchi was on fire during take-off this morning, details still not known. CKG/ZUCK closed for now. pic.twitter.com/CPL47fmfVk
— FATIII Aviation (@FATIIIAviation) May 12, 2022
চাংগেই আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, স্থানীয় সময় সকাল ৮টা ৯ মিনিটে উড়োজাহাজটিতে আগুন ধরে যায়।
উড়োজাহাজটির চংশিং থেকে তিব্বতের নিইংশি শহরে যাওয়ার কথা ছিল।
এয়ারবাস জানিয়েছে, এ ঘটনার বিষয়ে গণমাধ্যমের প্রতিবেদনগুলো দেখেছে তারা এবং পরিস্থিতি মূল্যায়ন করার জন্য সব ধরনের চেষ্টা করে যাচ্ছে।
তিব্বত এয়ারলাইন্স লাসা ভিত্তিক একটি আঞ্চলিক এয়ারলাইন। তাদের বহরে ৩৯টি উড়োজাহাজ আছে।
২১ মার্চ চীনের দক্ষিণাঞ্চলীয় পার্বত্য এলাকায় চায়না ইস্টার্ন এয়ারলাইন্সের বোয়িং ৭৩৭-৮০০ উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ১৩২ আরোহীর সবার মৃত্যু হয়। ওই বিমান দুর্ঘটনার কারণ সম্পর্কে এ পর্যন্ত অল্প কিছু সূত্র পাওয়া গেছে।
আরও পড়ুন:
চীনে ১৩২ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত
চীনে ১৩২ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত, কারও ‘বাঁচার আশা ক্ষীণ’