ক্যাটাগরি

দেশের অগ্রযাত্রা নিয়ে তথ্যচিত্র ‘বদলে যাওয়া বাংলাদেশ’

আগামী ২০ মে থেকে প্রতি শুক্র ও শনিবার রাত
৮টায় একুশে টেলিভিশনে ধারাবাহিকভাবে তথ্যচিত্রটি প্রচারিত হবে বলে এক বিজ্ঞপ্তিতে
জানানো হয়েছে।

সেখানে বলা হয়, এটি প্রকল্পকেন্দ্রিক তথ্যচিত্র
হলেও ভিন্নতা থাকবে প্রতি পর্বে। থাকবে মানুষের জীবনযাপন ও সংস্কৃতির বৈচিত্র্যের চিত্রায়ন।
ফুটে উঠবে অনুন্নত বাংলাদেশ থেকে মধ্যম আয়ের বাংলাদেশে রূপান্তরের চিত্র।

তথ্যচিত্রটি নির্মাণ করেছেন একুশে টেলিভিশনের
পরিচালক ও বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের সদস্য রবিউল হাসান অভী। গ্রন্থনা ও উপস্থাপনায়
করেছেন আকবর হোসেন সুমন ও দিপু সিকদার।

আশ্রয়ন প্রকল্প নিয়ে অনুষ্ঠানের যাত্রা
শুরু হলেও পর্যায়ক্রমে তুলে ধরা হবে অন্যান্য উন্নয়ন প্রকল্প চিত্র, আশ্রয়হীন মানুষ
ও তাদের জীবন মান এবং স্বাবলম্বী হবার ধারাবাহিক সংগ্রামের কথা।

প্রতিটি পর্বে দেশের প্রত্যন্ত অঞ্চলের ছিন্নমূল,
অসহায় মানুষের বৈচিত্র্যময় জীবনচিত্র আর লোকজ ঐতিহ্য-সংস্কৃতি-সম্ভাবনা উঠে আসবে।