উপজেলার ধর্মগড় সীমান্ত এলাকায় কাঁটাতার
পেরিয়ে ‘ভারত থেকে এসে’ এলাকাবাসীর নজরে পড়ে প্রাণীটা।
ধর্মগড় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল কাশেম
জানান, বৃহস্পতিবার বেলা ১২টার দিকে তার ইউনিয়নের ভরনিয়া উত্তর মণ্ডলপাড়ার লোকজন নীলগাইটি
দেখতে পায়। প্রাণীটা ওই এলাকায় ঘোরাঘুরি করছিল। গ্রামবাসী তাকে ধরে জবাই করে।
“এ এলাকায় নীলগাই নেই। প্রাণীটা ভারত থেকে
এসে থাকবে।”
পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে এর ভিডিও ছড়ায়।
বন্য প্রাণী হত্যা দণ্ডনীয় অপরাধ। এ বিষয়ে
আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ঠাকুরগাঁওয়ের সহকারী বন সংরক্ষক মোহাম্মদ সোহেল
রানা।
সোহেল রানা বলেন, নীলগাই এশিয়া মহাদেশের
সর্ববৃহৎ হরিণজাতীয় প্রাণী। বৈজ্ঞানিক নাম boselaphus tragocamelus। একসময় ভারত-বাংলাদেশসহ বিভিন্ন এলাকায় নীলগাই দেখা যেত। এখন আর তেমন
একটা দেখা যায় না।