তারা ‘ভারত থেকে’ অবৈধভাবে বাংলাদেশে এসেছেন বলে পুলিশের সন্দেহ।
মৌলভীবাজার থানার ওসি ইয়াছিনুল হক জানান, বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে মৌলভীবাজার শহরের ঢাকা বাসস্ট্যান্ড এলাকায় ঘোরাফেরা করছিলেন এই রোহিঙ্গারা। কথাবার্তায় সন্দেহ হলে তাদের আটক করা হয়। তাদের মধ্যে চারজন নারী, তিনজন পুরুষ ও ১১ জন শিশু।
“প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা স্বীকার করেছেন তারা রোহিঙ্গা। তারা ভারত থেকে কুলাউড়া উপজেলা সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছেন। তারা কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী শিবিরে যাওয়ার জন্য এসেছেন বলে তাদের ভাষ্য।”
তবে তারা ভারত থেকে এসেছেন কিনা তা নিয়ে পুলিশের সন্দেহ রয়েছে। সন্দেহের কারণ বলেননি ওসি হক।
বিষয়টি তদন্ত করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, তদন্ত ছাড়া নিশ্চিত করে বলা যাচ্ছে না।
মৌলভীবাজারের একই এলাকা থেকে গত বছর ২৮ জুন ১৪ জন এবং ১৭ জুলাই ২১ জন শিশু ও নারীসহ ৩৫ জন রোহিঙ্গাকে আটক করে পুলিশ।