ক্যাটাগরি

সোশ্যাল মিডিয়াকে বিদায় বললেন শিল্পা শেঠি

ইন্সটাগ্রাম ও টুইটার একাউন্টে বৃহস্পতিবার তিনি নিজেই এই ঘোষণা দিয়েছেন বলে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে।

নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একটি কালো রঙের ছবি পোস্ট করে শিল্পা লিখেছেন, “একঘেয়ে দেখে খুব বিরক্ত, সব কিছু একই রকম লাগছে।”

আপাতত বিদায় নিলেও আবার যে সোশাল মিডিয়ায় ফিরতে পারেন, সেই ইঙ্গিতও দিয়ে রাখলেন তিনি।

“সোশ্যাল মিডিয়া থেকে বিদায় নিচ্ছি নতুন রূপে না ফেরা পর্যন্ত।”

অন্য অনেক তারকার মতো শিল্পাও সোশাল মিডিয়ায় বেশ জনপ্রিয়; টুইটারে তার ফলোয়ারের সংখ্যা ৬৪ লাখ।

স্বাস্থ্য সচেতন শিল্পার সোশ্যাল মিডিয়া টাইমলাইনে তার পরিবার ও বন্ধুদের ছবি থেকে শুরু করে তার বিভিন্ন শো ও সিনেমা বিষয়ক খবরাখবর নিয়মিতই পাওয়া যাচ্ছিল।

শিল্পা শেঠি বর্তমানে রোহিত শেঠির নতুন ওয়েব সিরিজ ‘ইন্ডিয়ান পুলিশ ফোর্স’র শুটিং নিয়ে ব্যস্ত। তাকে সর্বশেষ দেখা গিয়েছিল ‘হাঙ্গামা-২’ সিনেমায়। তবে টিভি রিয়েলিটি শো তে সবসময়ই সক্রিয় ছিলেন তিনি।

গত বছর স্বামী রাজ কুন্দ্রা মামলায় জড়িয়ে গ্রেপ্তার হওয়ার পর ঝড় গিয়েছিল শিল্পার উপর, তবে তা সামলে উঠেছেন তিনি।