ক্যাটাগরি

হালদায় জব্দ হল জাল ও নৌকা

বৃহস্পতিবার দুপুর পর্যন্ত চলা এ অভিযানে নেতৃত্ব দেন নৌ পুলিশের সুপার মো. মোমিনুল ইসলাম ভুঁইয়া।

নৌ পুলিশের ওসি এ বি এম মিজানুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, হালদা মোহনার কালুরঘাট ব্রিজ সংলগ্ন এলাকা ও মোহনার দক্ষিণে কদুখালি এলাকা থেকে আটটি ডিঙি নৌকা এবং ১৮ হাজার মিটার সুতার ভাসান জাল জব্দ করা হয়েছে।

এ সময় ১৫ কেজি কাচকি মাছ জব্দ করে বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়।

নৌ পুলিশ কর্মকর্তা এবিএম মিজানুর রহমান জানান, জব্দ করা নৌকাগুলো নদীতে ডুবিয়ে দেওয়া হয়। জালগুলো আগুনে পোড়ানো হয়েছে।

দক্ষিণ এশিয়ার অন্যতম প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীতে মাছ ধরা নিষিদ্ধ হলেও প্রজনন মৌসুমে মা মাছ শিকারীদের তৎপরতা বাড়ে।

এবার সদরঘাট নৌ থানা ও হালদা পাড়ের অস্থায়ী নৌ ক্যাম্প দিনে-রাতে যৌথভাবে বিশেষ অভিযান পরিচালনা করছে।