ক্যাটাগরি

এক দশক পর প্রাথমিকে হবে ছাত্র পরিষদ নির্বাচন

অধিদপ্তর জানিয়েছে, আগামী ২ জুন সারা দেশে স্টুডেন্টস কাউন্সিলের ভোটগ্রহণ হবে। সকাল
৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত নিজ নিজ স্কুলে ভোট দিবে শিক্ষার্থীরা, ওইদিনই ফল জানা
যাবে।

এর আগে ২২ মে বিদ্যালয়গুলোতে নির্বাচন কমিশনার নিয়োগ দেওয়া
হবে। পরদিন হবে ভোটার তালিকা ও তফসিল ঘোষণা।

২৮ মে আগ্রহী শিক্ষার্থীরা মনোনয়ন জমা দিতে পারবে। ৩০ মে
মনোয়নয়নপত্র প্রত্যাহার করা যাবে, ওইদিন চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।

২০১০ সালের জুনে প্রথমবারের মত ২০টি উপজেলার ১০০টি প্রাথমিক
বিদ্যালয়ে পরীক্ষামূলকভাবে স্টুডেন্টস কাউন্সিল নির্বাচন হয়েছিল।

সেই নির্বাচনে ব্যাপক সাড়া মেলার পর ২০১১ সালে ৭৪১টি এবং
২০১২ সালে ১৩ হাজার ৫৮৩টি বিদ্যালয়ে ক্ষুদেদের এ নির্বাচন হয়।

২০১৩ সালে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে স্টুডেন্টস কাউন্সিল
গঠনের পরিকল্পনা থাকলেও নানা জটিলতায় তা আটকে যায়।