শুক্রবার দুপুরে করিমনগর
এলাকায় এই দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েংছে।
নিহত তামিম আকন (৭) করিমনগরের
মিঠু আকনের ছেলে।
এ ঘটনায় আহত দুই শিশু
ইয়ামিন (১১) ও রাব্বীকে (১১) খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোনাডাঙ্গা থানার ওসি
মমতাজুল হক জানান, নগরের করিমনগর এলাকায় ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির
(ওজোপাডিকো) অফিসের পেছন দিকের জরাজীর্ণ দেয়াল সংস্কারের জন্য দুইপাশের প্লাস্টার খুলে
ফেলা হয়েছে।

“শুক্রবার দুপুরের দিকে
হঠাৎ প্রায় ১০০ ফুট দেয়াল ধসে পড়ে। এতে পাশে খেলা করা অবস্থায় তিনটি শিশু আহত হয়।”
ওসি বলেন, আহত ইয়ামিন
ও রাব্বীকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে এবং তামিমকে নগরের সোনাডাঙ্গায় একটি বেসরকারি
হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তামিম বিকাল পৌনে ৪টার দিকে মারা যায়।
ইয়ামিনের বাবা মাসুদ রানা
বলেন, “ওজোপাডিকো কর্তৃপক্ষকে আমরা বারবার জানিয়েছি বিষয়টি। কিন্তু তারা আমাদের কথায়
কোনো কর্ণপাত করেননি। দীর্ঘদিনেও দেয়ালটি সংস্কার না করায় এ দুর্ঘটনা ঘটেছে।”
ওজোপাডিকোর পরিচালক মুহা.
রফিকুল ইসলাম বলেন, “দেয়াল ধসে শিশুর মৃত্যু বা আহতের কোনো খবর আমার জানা নেই। এ বিষয়ে
কেউ কিছু আমাকে জানায়নি।”