ক্যাটাগরি

‘গরিবের’ চিকিৎসা কেন্দ্রে ট্যাক্স কেন, ক্ষোভ জাফরুল্লাহর

শুক্রবার জাতীয়
প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে গণস্বাস্থ্য কেন্দ্রের এ প্রতিষ্ঠাতা ট্রাস্টি
বলেন, “সরকার
জানেন, এই হাসপাতালে সবচেয়ে কম দামে চিকিৎসা চলে। গরিবের
হাসপাতালের ওপরে তারা ৮০ লাখ টাকা ট্যাক্স ধরেছে। কিসের জন্য?

“হাসপাতালের জন্য বেড আমদানি
করেছি, ম্যাট্রেস আমদানি করেছি। এই একই যন্ত্রপাতি যদি বড়
লোকের হাসপাতাল আমদানি করে, তাহলে তাদের কোনো ট্যাক্স দিতে হয় না। যেহেতু আমি গরিবের
হাসপাতাল চালাই, আমাকে ৮০ লাখ টাকা ট্যাক্স দিতে হবে।”

ক্ষোভ প্রকাশ করে জাফরুল্লাহ
বলেন, “চিঠি
লিখেছিলাম, এই  ৮০ লাখ টাকা কোথা থেকে আসবে? উত্তর দেয় নাই। আমি বলতে চাই,
রোগীদের (গরিব) এই দীর্ঘশ্বাস আপনাদেরকে পুড়িয়ে দেবে। আপনারা কবরেও
জায়গা পাবেন না, এটা আপনাদেরকে শ্মশানের দিকে নিয়ে যাবে।”

‘সুষ্ঠু নির্বাচনের’ জন্য সর্বদলীয় সরকারের দাবি তুলে ধরে বিএনপিপন্থি এ পেশাজীবী নেতা বলেন,
“নির্দলীয় নিরপেক্ষ একটা সবর্দলীয় সরকারের অধীনে একটা সুষ্ঠু
নির্বাচন করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী অনুগ্রহ করে জনগণের সাথে কথা বলেন।

“আমাদের সবাইকে নিয়ে বসেন।
আপনি চা খাওয়ার আমন্ত্রণ জানালে তখন আমরা আপনাকে শত বুদ্ধি দেব।”

সর্বদলীয় সরকার ছাড়া ‘দেশ টিকবে না’ মন্তব্য করে জাফরুল্লাহ বলেন, “আপনি-আমি কেউ সুস্থ
থাকতে পারব না। আবার বলছি- মাননীয় প্রধানমন্ত্রী আসেন, আবার বলি- সুষ্ঠু গণতন্ত্রের স্বার্থে সর্বদলীয়
সরকার করেন। সুষ্ঠু নির্বাচন করেন, কল্যাণ করেন। আসুন সবাই
মিলে কল্যাণকর রাষ্ট্র তৈরি করি।”

ভোজ্য তেলের সংকটের জন্য এ
সময় ‘সরকারের
অব্যবস্থাপনাকে’ দায়ী করেন তিনি।

ভোজ্য তেলসহ নিত্য
প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে যুব অধিকার পরিষদের ব্যানারে এই
মানববন্ধন হয়।