ক্যাটাগরি

চট্টগ্রাম বন্দরে পুড়ল ইলেকট্রনিক্স পণ্যের কনটেইনার

বন্দর সচিব মো. ওমর ফারুক বিডিনিউজ টোয়েন্টিফোর
ডটকমকে জানান, শুক্রবার ভোর ৬টার দিকে বন্দরের এনসিটি জেটি সংলগ্ন ইয়ার্ডে
ইলেকট্রনিক্স পণ্য বোঝাই একটি কন্টেইনারে আগুন লাগে।

“ওই কনটেইনারে পেন্সিল ব্যাটারি,
যন্ত্রপাতিসহ ইলেকট্রিনক্স পণ্য ছিল। আগুন লাগার পর ফায়ার সার্ভিসকে খবর দেওয়া
হয়।”

আগ্রাবাদ ফায়ার সার্ভিসের উপ সহকারী
পরিচালক ফারুক হোসেন শিকদার বলেন, তাদের আটটি গাড়ি সেখানে গিয়ে সাকল ৯টার দিকে
আগুন নিয়ন্ত্রণে আনে।

কনটেইনারটিতে কোনো বিদ্যুৎ সংযোগ ছিল
না জানিয়ে তিনি বলেন, “কীভাবে আগুন লেগেছে আর কী পরিমাণ ইলেকট্রনিক্স পণ্য পুড়ে
গেছে তা তদন্ত করে জানা যাবে।”