জেলার নাচোল উপজেলার সোনাইচণ্ডী বাজারের বিসমিল্লাহ্ মার্কেট থেকে বৃহস্পতিবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আবু সুফিয়ান (২৪) সোনাইচণ্ডী এলাকার নজরুল ইসলামের ছেলে।
র্যাব ৫-এর জয়পুরহাট ফাঁড়ির এএসপি মো. মাসুদ রানা জানান, সুফিয়ান দীর্ঘদিন ধরে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন সীমান্ত এলাকা দিয়ে চোরাই স্মার্টফোন আনছিলেন। ভারত থেকে এসব ফোন এনে কর ফাঁকি দিয়ে কালোবাজারে বিক্রি করতেন তিনি। গোপন খবর পেয়ে তথ্যপ্রযুক্তির সহায়তায় র্যাবের একটি দল ফোনসহ তাকে আটক করে।
“জব্দ করা স্মার্ট ফোনগুলোর দাম প্রায় ১২ লাখ টাকা।”
সুফিয়ানকে মামলার পর নাচোল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র্যাব কর্মকর্তা মাসুদ রানা।