ক্যাটাগরি

চিকিৎসা, কৃষিতে পারমাণবিক প্রযুক্তি ব্যবহার নিয়ে আলোচনা ভারত ও বাংলাদেশের

শুক্রবার ঢাকায় ভারতীয়
হাই কমিশনের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধ
ও বৃহস্পতিবার ঢাকায় পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহার সম্পর্কিত যৌথ কমিটির সভায়
ওই আলোচনা হয়েছে।

বিজ্ঞপ্তিতে
বলা হয়, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রকল্পে চলমান সহযোগিতায় উভয় পক্ষ সন্তোষ
প্রকাশ করেছে এবং বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও বাড়ানোর
উপায় নিয়ে আলোচনা করেছে।

রূপপুর
পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে বর্তমানে নিয়োজিত ভারতীয় বিশেষজ্ঞরা যে সেবা দিচ্ছেন
তার জন্য বাংলাদেশ কৃতজ্ঞতা প্রকাশ করেছে বলেও জানিয়েছে হাই কমিশন।

বৈঠক
‘ফলপ্রসূ’ হয়েছে জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, “স্বাস্থ্য, কৃষি, জল বিশুদ্ধকরণ এবং সক্ষমতা
বৃদ্ধি, প্রশিক্ষণ ইত্যাদি ক্ষেত্রে পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহারে ক্ষেত্রে
দ্বিপাক্ষিক সহযোগিতার প্রায় সবদিক ওই আলোচনায় এসেছে।”

বৈঠকে
ভারতীয় প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন প্রতিবেশী দেশের গ্লোবাল সেন্টার ফর নিউক্লিয়ার
এনার্জি পার্টনারশিপের (জিসিএনইপি) উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান রণজিৎ কুমার।

অন্যদিকে
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আলী হোসেন বাংলাদেশ প্রতিনিধিদলের
নেতৃত্ব দেন।