ক্যাটাগরি

নওগাঁয় বজ্রপাতে ২ ধানকাটা শ্রমিকের মৃত্যু

শুক্রবার সকাল ৯টার দিকে উপজেলার দুয়ারপাল এলাকায় এ ঘটনা ঘটে বলে পোরশা থানার ওসি জহুরুল হক জানান।

মৃতরা হলেন-পোরশা উপজেলার পশ্চিম দুয়ারপাল ইসলামপুর গ্রামের নুহ মিস্ত্রীর ছেলে আব্দুস সায়েম (৪০) ও রঘুনাথপুর গ্রামের এরশাদ আলীর ছেলে আব্দুর নূহ (৩৩)।

ওসি বলেন, সায়েম ও নূহ ভারতীয় সীমান্ত এলাকায় পুনর্ভবা নদীর ধারে জমিতে ধান কাটছিলেন। এ সময় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি মধ্যে বজ্রপাত হলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

পরে মাঠের অন্যান্য কৃষক ও শ্রমিকরা তাদের লাশ উদ্ধার করে বলে জানান তিনি।

মৃতদের পরিবারকে আর্থিক সহযোগিতা দেওয়া হবে বলে পোরশা উপজেলা নির্বাহী কর্মকর্তা হামিদ রেজা জানান।