ক্যাটাগরি

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজনের মৃত্যু

শুক্রবার সকাল এবং বৃহস্পতিবার রাতে ওই দুই দুর্ঘটনা ঘটে
বলে জানায় পুলিশ।

দুজনের মধ্যে আনুমানিক ৪০ বছর বয়সী খোরশেদ আলম ছিলেন ফুটপাতের
দোকানি। আর যাত্রাবাড়ীর শনিরআখরা পলাশপুর এলাকার আনোয়ারুল
আলম অভি (৩০) একটি বীমা কোম্পানিতে চাকরি করতেন; তার বাড়ি নারায়ণগঞ্জেরর বন্দর থানা
এলাকায়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ফাঁড়ি পুলিশের
পরিদর্শক মো. বাচ্চু মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শুক্রবার সকাল ৭টার
দিকে চকবাজার থানার সোয়ারীঘাট এলাকায় অটোরিকশার ধাক্কায় পথচারী খোরশেদ মাথায় গুরুতর
আঘাত পান।

পথচারীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল
কলেজ হাসপাতালে নিয়ে এলে সাড়ে ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান খোরশেদ।

পরিদর্শক বাচ্চু মিয়া জানান, বৃহস্পতিবার
রাতে শনিরআখড়া পেট্রল পাম্পের পাশ দিয়ে রাস্তা পার হওয়ার সময় একটি প্রাইভেটকার অভিকে
ধাক্কা দেয়। হাসপাতালে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অভিকে ধাক্কা দেওয়া গাড়িটি চিহ্নিত করার
চেষ্টা চলছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।