বৃহস্পতিবার জাতির উদ্দেশ্যে দেওয়া রাত্রিকালীন বক্তৃতায় তিনি বলেন, “ইতোমধ্যেই বিশ্বের প্রত্যেকের কাছে এটি পরিষ্কার হয়ে গেছে, কিন্তু রাশিয়ার এটা স্বীকার করার সাহস নেই।”
রাশিয়ার সেনাদের ‘কাপুরুষ’ আখ্যায়িত করে তারা ‘ক্ষেপণাস্ত্র, বিমান ও কামান হামলার পেছনে লুকানোর চেষ্টা করছে’ বলে মন্তব্য করেন তিনি।
যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী এলিজাবেথ ট্রাস। ছবি: রয়টার্স
বিবিসি জানিয়েছে, আন্তর্জাতিক নার্স দিবসে দেওয়া এ ভাষণে ইউক্রেইনীয় সেনাদের জীবন রক্ষা করার জন্য নার্স ও প্যারামেডিকসদের ধন্যবাদ জানান তিনি।
ইউক্রেইন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে রাশিয়ার বাহিনীগুলো হাসপাতালসহ ৫৭০টি স্বাস্থ্যকেন্দ্র ধ্বংস করেছে বলে অভিযোগ করেন তিনি।
এদিকে জার্মানিতে জি৭ দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের এক বৈঠকে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী এলিজাবেথ ট্রাস বলেছেন, “রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বিশ্বমঞ্চে নিজেকে অপমানিত করছেন, তাকে অবশ্যই পরাজয়ের মুখে পড়তে হবে আর এতে পরবর্তী আগ্রাসনগুলো বন্ধ হবে।”
জাপানের হিরোশিমা শহরে ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট শার্লে মিশেল। ছবি: রয়টার্স
ইউক্রেইন থেকে রাশিয়ার সব সেনা চলে না যাওয়া পর্যন্ত মস্কোর বিরুদ্ধে আরোপ করা আন্তর্জাতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করা উচিত হবে না বলেও মন্তব্য করেছেন তিনি।
আর ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট শার্লে মিশেল জাপান সফরে গিয়ে বলেছেন, “বিশ্ব নিরাপত্তা হুমকির মুখে।”
শুক্রবার সকালে জাপানের হিরোশিমা শহর পরিদর্শনে গিয়ে একথা বলেন তিনি, জানিয়েছে বিবিসি।
১৯৪৫ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ দিকে জাপানের যে দুটি শহর যুক্তরাষ্ট্রের পারমাণবিক বোমা হামলায় ধ্বংস্তূপে পরিণত হয়েছিল হিরোশিমা তার অন্যতম। বিশ্বের প্রথম পরমাণবিক বোমা হামলার শিকার হয়েছিল শহরটি।
হিরোশিমা মেমোরিয়াল পরিদর্শনকালে মিশেল বলেন, “পারমাণবিক অস্ত্রধারী রাষ্ট্র রাশিয়া সার্বভৌশ দেশ ইউক্রেইনে হামলা চালাচ্ছে, পাশাপাশি পারমাণবিক অস্ত্র ব্যবহারের লজ্জাজনক ও অগ্রহণযোগ্য হুমকিও দিচ্ছে তারা।”
আরও পড়ুন:
নেটোতে যোগ দিতে আগ্রহী ফিনল্যান্ড, খারকিভে ‘পিছু হটছে’ রুশরা
পুতিন দীর্ঘ যুদ্ধের প্রস্তুতি নিচ্ছেন: মার্কিন গোয়েন্দা সংস্থা
ইউক্রেইন সীমান্তের কাছে বিশেষ বাহিনী মোতায়েন করছে বেলারুশ
ইউক্রেইনের ‘পূর্বাঞ্চলের বেশিরভাগ অংশ’ রাশিয়ার দখলে
ইউক্রেইনকে ৪ হাজার কোটি ডলারের সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র
রাশিয়া থেকে ইউরোপে গ্যাস সরবরাহের গুরুত্বপূর্ণ লাইন বন্ধ করছে ইউক্রেইন