শুক্রবার বিকালে জেলা
নির্বাচন কমকতা মো. আবদুল মোত্তালিব নির্বাচন স্থগিত সংক্রান্ত চিঠি পাওয়ার কথা জানান।
বনগ্রাম, জামালপুর
ও কামারপাড়া ইউনিয়নে আগামী ১৫ জুন নির্বাচন অনুষ্ঠানের কথা ছিল।
বৃহস্পতিবার নির্বাচন
কমিশন এক চিঠিতে জেলা ও উপজেলা নির্বাচন কর্মকতার কার্যালয়ে এ বার্তা পৌঁছায় বলে মোত্তালিব
জানান।
নির্বাচন কমিশনের নির্বাচন
পরিচালনা-২ এর উপসচিব মো. আতিয়ার রহমানের স্বাক্ষর করা ওই চিঠিতে উল্লেখ করা হয়, সাদুল্লাপুর
উপজেলার বনগ্রাম, জামালপুর ও কামারপাড়াসহ আরও কয়েকটি জেলার বেশকিছু ইউনিয়ন পরিষদ নির্বাচন
তফসিল থেকে বাদ দেওয়ার জন্য কমিশন সিদ্ধান্ত নিয়েছে। তাই আগামী ১৫ জুন অনুষ্ঠেয় ইউনিয়ন
পরিষদ নির্বাচন তফসিল থেকে ওই তিনটি ইউনিয়নকে বাদ দিয়ে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণে
সংশ্লিষ্ট জেলা ও উপজেলা নির্বাচন কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়।
২০১৬ সালের ৭ মে সাদুল্লাপুর
উপজেলার মোট ১১টি ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হয়। এরপর চলতি বছরের ৩১ জানুয়ারি বনগ্রাম,
জামালপুর ও কামারপাড়া ইউনিয়ন বাদে মাত্র আটটি ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হয়।