ক্যাটাগরি

আমিরাতের প্রেসিডেন্টের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

আমিরাতের সশস্ত্র বাহিনীর ডেপুটি সুপ্রিম কমান্ডার শেখ মোহাম্মদ বিন জায়েদ আল
নাহিয়ান এবং ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমকে দেওয়া
চিঠিতে তিনি এই শোক জানান।

শুক্রবার প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে
জানানো হয়, আলাদা দুটি চিঠিতে বাংলাদেশের
জনগণের পক্ষ থেকে তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন প্রধানমন্ত্রী।

জায়েদ আল নাহিয়ান বাংলাদেশের ‘পরম বন্ধু
এবং শুভাকাঙ্ক্ষী’ ছিলেন উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, “সংযুক্ত
আরব আমিরাতে বসববাসরত বাংলাদেশিদের অভিভাবক ছিলেন তিনি।” 

শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের কাছে লেখা শোকপত্রে রাজপরিবারের
এই সদস্যের মৃত্যুতে বাংলাদেশ সরকার এবং জনগণের পক্ষ থেকে গভীর শোক ও আন্তরিক সমবেদনা
জানান শেখ হাসিনা।

সংযুক্ত আরব আমিরাতের
ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী, দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমকে
লেখা চিঠিতে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি অর্জনের জন্য প্রার্থনা করেন প্রধানমন্ত্রী।

চিঠিতে বাংলাদেশের
জনগণ ও সরকার এবং নিজের পক্ষ থেকে রাজপরিবারের শোকাহত সদস্য এবং আমিরাতের ভ্রাতৃপ্রতিম
জনগণের প্রতি গভীর সমবেদনা ও আন্তরিক সহানুভূতি জানান শেখ হাসিনা।

২০০৪ সাল থেকে আমিরাতের প্রেসিডেন্ট
এবং আবুধাবির শাসক হিসেবে দায়িত্ব পালন করে আসা শেখ খলিফা বিন জায়েদ আল-নাহিয়ানের
মৃত্যুর খবর শুক্রবার ঘোষণা করা হয়।

শেখ
খলিফা ১৯৪৮ সালে জন্মগ্রহণ করেন। তার বয়স হয়েছিল ৭৩ বছর। তিনি ছিলেন সংযুক্ত আরব
আমিরাতের দ্বিতীয় রাষ্ট্রপতি এবং আবুধাবির ১৬তম শাসক।