ক্যাটাগরি

ব্রাহ্মণবাড়িয়া ও নোয়াখালীতে ১৩ হাজার লিটার তেল জব্দ

শুক্রবার এই দুই জেলায় অভিযান চালানো হয় বলে সংশ্লিষ্ট
কর্মকর্তারা জানান।

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে একটি গুদামে মজুদ সাড়ে ১১ হাজার লিটার
খোলা সয়াবিন তেল জব্দ করা হয়। ওই গুদাম মালিককে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন
ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারহানা
নাসরিনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

ফারহানা নাসরিন সাংবাদিকদের বলেন, সরাইল উপজেলা সদরের
বিকেলবাজারে বিসমিল্লাহ অয়েল ভান্ডারের গুদামে অভিযান চালিয়ে গুদামে মজুদ রাখা
সাড়ে ১১ হাজার লিটার খোলা সয়াবিন তেল পাওয়া গেছে।

অতিরিক্ত তেল মজুদ করে রাখার দায়ে গুদাম মালিক রমজান মিয়াকে ৩০ হাজার টাকা জরিমানা করা
হয়েছে এবং দ্রুত তেলগুলো বিক্রির নির্দেশনা দেওয়া হয়েছে বলে তিনি জানান।

নোয়াখালীর প্রধান বাণিজ্যকেন্দ্র
চৌমুহনীতে অভিযান চালিয়ে দুই প্রতিষ্ঠান থেকে ২ হাজার ৩৫০ লিটার সয়াবিন তেল জব্দ করা
হয়েছে। এ সময় প্রতিষ্ঠান দুটিকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়।

পরে জব্দকৃত তেলগুলো
সাধারণ ভোক্তাদের মাঝে ১৬০ টাকা ধরে বিক্রি করা হয়।

শুক্রবার সকাল থেকে
বিকাল পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নোয়াখালীর
সহকারী পরিচালক মো. কাউছার মিয়া।

কাউছার মিয়া জানান,
বাজার নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত এ অভিযান অব্যাহত থাকবে।

বেগমগঞ্জ মডেল থানা
পুলিশ অভিযানে সহায়তা করেছে।