উভয় দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করে রোববার তিনি এই অভিনন্দন
বার্তা পাঠান বলে প্রধানমন্ত্রী কার্যালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
চিঠিতে শেখ হাসিনা বলেন, “প্রেসিডেন্ট
পদে আপনার আসীন হওয়া এটাই বোঝায় যে আমিরাতের জনগণ ও ফেডারেল সুপ্রিম কাউন্সিল আপনার
দক্ষ নেতৃত্ব ও গভীর প্রজ্ঞার উপর কতটা আস্থাবান।”
শুক্রবার ৭৩ বছর বয়সে প্রেসিডেন্ট শেখ খলিফা বিন জায়েদ আল-নাহিয়ানের
মৃত্যু হলে পরদিন আরব আমিরাতের ফেডারেল সুপ্রিম কাউন্সিল নতুন প্রেসিডেন্ট হিসেবে শেখ
মোহাম্মদ বিন জায়েদ আল-নাহিয়ানকে নির্বাচিত করে।
আমিরাতের প্রেসিডেন্টের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
শোক জানাতে আবুধাবি যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
আমিরাতের নতুন প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ
নতুন প্রেসিডেন্টকে অভিনন্দন জানিয়ে দুই দেশের সম্পর্ক উন্নয়নে একসঙ্গে
কাজ করার প্রত্যাশা জানান শেখ হাসিনা।
তিনি বলেন, “১৯৭১ সাল থেকে বিভিন্ন
ক্ষেত্রে আমাদের দ্বিপক্ষীয় সহযোগিতামূলক সম্পর্ক চমৎকার। দুই দেশের বন্ধুত্বপূর্ণ
সম্পর্ক দীর্ঘ সময়ের পরীক্ষিত।
“প্রথম উপসাগরীয় দেশ হিসাবে আরব আমিরাত ১৯৭৪ সালের
১০ মার্চ বাংলাদেশকে স্বাধীন ও সার্বভৌম দেশ হিসাবে স্বীকৃতি দিয়েছে, যা এই অঞ্চলে
আমাদের দ্বিপাক্ষিক অংশীদারিত্বগুলোর ভিত্তি।”
সরকারপ্রধান বলেন, মানবসম্পদ, ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ,সংস্কৃতি, শিক্ষা
এবং প্রতিরক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতির মাধ্যমে আমাদের সুদৃঢ় দ্বিপাক্ষিক
সম্পর্ক পারস্পরিক সহযোগিতার সর্বোচ্চ স্তরে পৌঁছেছে।
দুই দেশের বিদ্যমান সম্পর্ক যৌথ প্রচেষ্টার মাধ্যমে আরও সুসংহত এবং
দুঢ় করার প্রত্যাশা কথা জানান প্রধানমন্ত্রী।
তিনি আরব আমিরাতের প্রেসিডেন্টের সঙ্গে একত্রে কাজ করার আগ্রহ প্রকাশ
করে প্রেসিডেন্টের সুস্বাস্থ্য, আমিরাতের জনগণের মঙ্গল ও সাফল্য কামনা করেন।