ক্যাটাগরি

আসামির দায়ের কোপে কবজি বিচ্ছিন্ন কনস্টেবলের

রোববার সকাল ১০টার দিকে
লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের লালারখিল এলাকায় এ ঘটনায় আরেক পুলিশ কনস্টেবল আহত
হয়েছেন।

কবজি বিচ্ছিন্ন হওয়া মো.
জনি খান লোহাগাড়া থানায় কর্মরত। তাকে প্রথমে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া
হলেও পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

চট্টগ্রাম জেলার পুলিশ
সুপার এস এম রাশিদুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকালে লোহাগাড়া থানার
একটি দল লালারখিল এলাকায় পলাতক আসামি ধরতে যায়। 

“এ সময় আসামি কবির
আহমদ পুলিশ সদস্যদের ওপর ধারালো দা দিয়ে হামলা করে পালিয়ে যায়। দায়ের আঘাতে
কনস্টেবল জনির বাম হাতের কবজি বিচ্ছিন্ন হয় এবং অপর একজন আহত হয়।”

পুলিশ সুপার বলেন,
পলাতক আসামি কবিরকে ধরতে ওই এলাকায় অভিযান চলছে।

আহত অপর কনস্টেবল
শাহাদাত হোসেন স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন।