রোববার সকালে উপজেলার বরণ গ্রামে এ ঘটনা ঘটে বলে পাঁচবিবি থানার ওসি পলাশ চন্দ্র দেব জানান।
আটক সুলতান মাহমুদ (৪০) ওই এলাকার আব্দুল কাদের দেওয়ানের ছেলে ।
প্রত্যক্ষদর্শীদে বরাতে ওসি বলেন, “পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে সুলতানের সঙ্গে তার মা-বাবার প্রায়ই ঝগড়া বিবাদ হত। সকালে আবার তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে খাটের ভাঙা পায়া দিয়ে সুলতান তার ৭০ বছর বয়সী বাবার মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
“পরে এলাকাবাসী ঘটনা জানতে পেরে কাদেরের বাড়ি গিয়ে তার লাশ পড়ে থাকতে দেখেন। এ সময় সুলতানকে আটকে রেখে থানায় খবর তারা।”
কাদেরের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।