ক্যাটাগরি

ঢাকায় ট্রাকের চাপায় নারীর মৃত্যু

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

রোববার সকাল সাড়ে ৭টায় সংঘটিত দুর্ঘটনায় নিহত
নারীর নাম আম্বিয়া বেগম (৪৮) বলে জানিয়েছে পুলিশ।

আম্বিয়ার ছেলে মহিউদ্দিনও (১২) আহত হয়েছেন।
তবে তার অবস্থা গুরুতর নয়।

তুরাগ থানার ওসি মেহেদী হাসান বিডিনিউজ
টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কামারপাড়া
এলাকায় রাস্তা দিয়ে মা-ছেলেসহ কয়েক জন হেঁটে যাওয়ার সময় তাদের পাশ দিয়ে ট্রাকটি নিয়ন্ত্রণ
হারিয়ে রাস্তার রেলিং ভেঙে পড়ে যায়। তবে আম্বিয়া বেগমকে চাপা দেয় ট্রাকটি।”

আম্বিয়া ও তার ছেলেকে ঢাকা মেডিকেল কলেজ
হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মাকে মৃত ঘোষণা করেন। 

আম্বিয়া তুরাগ থানার কামারপাড়া এলাকার
মোজাম্মেল হকের স্ত্রী।

এই ঘটনায় রোববার বিকালে ট্রাকসহ চালককে আটক
করা হয়েছে বলে জানিয়েছেন তুরাগ থানার ওসি মেহেদী হাসান।