ক্যাটাগরি

নোয়াখালীতে আগ্নেয়াস্ত্রসহ ৪ যুবক গ্রেপ্তার

সোমবার ভোরে আলাইয়াপুর
ইউনিয়নে এবং দুপুরে গোপালপুর ইউনিয়নে এই অভিযান চালানো হয় বলে পুলিশ জানিয়েছে।

গ্রেপ্তাররা হলেন উপজেলার
মিয়াপুর গ্রামের মকবুল আহম্মদের ছেলে ফয়সাল আহমেদ রবিন (২০), চাঁদ কাশিমপুর গ্রামের
আবুল হাশেমের ছেলে সজিব (১৯), দেলোয়ার হোসেনের ছেলে আবদুর রহমান (২০) ও কোটরা মোহাব্বতপুর  গ্রামের নজরুল ইসলাম লিটনের ছেলে মোহাম্মদ রবিন
(১৯)।

উদ্ধার অস্ত্রের মধ্যে
রয়েছে দুইটি এলজি, একটি একনলা বন্দুক, একটি পাইপ গান ও এক রাউন্ড কার্তুজ।

জেলা পুলিশ সুপার
(এসপি) মো. শহীদুল ইসলাম জানান, ভোর ৫টার দিকে আলাইয়াপুর ইউনিয়নের ফয়সল আহমদ রবিনকে
তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তার দেখানো মতে তাড়ির পিছনে রাখা দুইটি এলজি
উদ্ধার করা হয়।

এসপি জানান, অপর অভিযান
চালানো হয় দুপুর সাড়ে ১২টার দিকে গোপালপুর ইউনিয়নের তিতাহাজরা গ্রামে। এখান থেকে সজীব,
রহমান ও রবিনকে গ্রেপ্তার করে পুলিশ।

পরে তাদের দেওয়া তথ্যমতে
একটি একনলা বন্দুক, একটি পাইপগান ও এক রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়, বলেন এসপি।

তিনি আরও জানান, এ
ঘটনায় অস্ত্র আইনে দায়ের করা মামলায় এই চার যুবককে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে
কারাগারে পাঠানো হয়েছে।