রোববার সকালে কলকাতার দক্ষিণ শহরতলির গড়ফার আবাসনের বাসায় পল্লবীর ঝুলন্ত দেহ দেখে পুলিশকে ফোন করে সাগ্নিক; পরে পল্লবীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার দুপুরে গড়ফা থানায় সাগ্নিকের বিরুদ্ধে পল্লবীর বাবা নীলু দে অভিযোগ দায়ের করেছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে আনন্দবাজার পত্রিকা।
পল্লবী বাবার অভিযোগ করেন, আরেক তরুণীর সঙ্গে সম্পর্কে চালিয়ে যেতে পল্লবীকে ‘খুন করেছেন’ সাগ্নিক। সাগ্নিকের সেই বান্ধবীর বিরুদ্ধেও অভিযোগ জানিয়েছেন পল্লবীর বাবা।
তিনি বলেন, “যে দিন থেকে ওই সম্পর্কের কথা জানতে পেরেছিলেন পল্লবী, তার পর থেকেই অশান্তি শুরু হয়েছিল দু’জনের মধ্যে। কয়েক দফায় পল্লবীকে আঘাতও করেছেন সাগ্নিক।”
পল্লবীর ময়নাতদন্তে প্রাথমিক প্রতিবেদনে আত্মহত্যার ইঙ্গিত মেলার কথা জানিয়েছে দৈনিক আজকাল।
২৫ বছর বয়সী এ অভিনেত্রী প্রেমিক সাগ্নিক চক্রবর্তীর সঙ্গেই সেই ফ্লাটে বসবাস করছিলেন বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যমগুলো।
রোববারই সেই ফ্লাট থেকে সাগ্নিককে আটক করে জিজ্ঞাসাবাদ করছে গড়ফা পুলিশ।
আজকালের প্রতিবেদনে বলা হয়েছে, জিজ্ঞাসাবাদে সাগ্নিক স্বীকার করেছেন, শনিবার ও রোববার সকালেও তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়েছে। সকালে সিগারেট খেতে বাইরে বেরিয়েছিলেন তিনি। ফিরে এসেই পল্লবীকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তিনি।
‘আমি সিরাজের বেগম’ ধারাবাহিকে সিরাজের স্ত্রী লুৎফার চরিত্রে অভিনয় করে দর্শকদের মাঝে পরিচিতি পেয়েছেন পল্লবী।