খুলনা নগরের একটি
বাসায় রোববার এ ঘটনা ঘটে বলে ওই তরুণীর অভিযোগ।
ওই কর্মকর্তা খুলনা
পিবিআইয়ে পরিদর্শক হিসেবে কর্মরত আছেন।
ওই তরুণীর বরাতে
খুলনা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (দক্ষিণ) সোনালী সেন বলেন, ফেইসবুকে ওই তরুণীর
ছবি অন্য কেউ শেয়ার করছিল। এর প্রতিকারের জন্য ১০মে তিনি ওই পুলিশ কর্মকর্তার কাছে
গিয়েছিলেন।
সোনালী সেন বলেন,
বিষয়টি নিয়ে মোবাইল ফোনে তাদের মধ্যে দুয়েকদিন কথা হয়। সমস্যাটি নিয়ে রোববার সকালের
দিকে ওই পুলিশ কর্মকর্তার সঙ্গে দেখা করেন তরুণী। তিনি সমাধানের আশ্বাস দিয়ে মেয়েটিকে
মোটরসাইকেলে করে নগরের একটি বাড়িতে নিয়ে ধর্ষণ করেন।
মেয়েটি জাতীয় জরুরি
সেবা ৯৯৯ নম্বরে ফোন করে বিষয়টি জানানোর পর পুলিশ এ ব্যাপারে পদক্ষেপ নেয়।
খুলনা সদর থানার
ওসি হাসান আল মামুন বলেন, পূর্বপরিচয়ের সূত্র ধরে রোববার বেলা সাড়ে ১১টার দিকে পিবিআইয়ের
ওই কর্মকর্তা মেয়েটিকে ধর্ষণ করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। দুপুরের দিকে এ বিষয়ে মৌখিক
অভিযোগ পাওয়ার পর মেয়েটিকে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশ কর্মকর্তারা।
“এ ব্যাপারে মামলা
প্রক্রিয়াধীন। মামলা হওয়ার পর অভিযুক্ত পুলিশ কর্মকর্তাকে গ্রেপ্তার করা হবে।”
মেয়েটিকে ডাক্তারি
পরীক্ষার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ওসিসিতে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে কথা
বলতে পিবিআইয়ের ওই কর্মকর্তার মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করে নম্বরটি বন্ধ পাওয়া
যায়।