উপজেলার মঙ্গলপুরের চেয়ারম্যার রোডে রোববার গভীর রাতে এই দুর্ঘটনার সময় বোচাগঞ্জ উপজেলার আটগাঁও ইউপির সদস্য রাকিব মেম্বার চালকের আসনে ছিলেন। বাকি দুজনকে মোটরসাইকেলে ‘লিফট’ দিতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।
মৃত বাকিরা হলেন- ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল উপজেলার ওসমান (২৪) ও তামিম ইসলাম (২৫)।
ঘটনার বর্ণনায় বিরল থানার ওসি ফকরুল ইসলাম বলেন, ওসমান তার মা ও তামিমকে নিয়ে একটি প্রাইভেটকারে করে দিনাজপুর থেকে রানীশংকৈল যাচ্ছিলেন। পথে তাদের গাড়ির তেল শেষ হয়ে যায়। এ সময় ওসমান গাড়িতে মা ও চালককে রেখে তামিমকে নিয়ে প্রায় দেড় কিলোমিটার দূরে একটি পাম্পে যান।
রাত হয়ে যাওয়ায় কোনো যানবাহন না পেয়ে তেল নিয়ে তারা হেঁটেই ফিরছিলেন। এ সময় রাকিব মোটরসাইকেল নিয়ে ওই পথ দিয়ে যাচ্ছিল। তিনি ওসামান ও তামিমকে পৌঁছে দেওয়ার কথা বললে তারা মোটরসাইকেলে ওঠে। পরে মোটরসাইকেলটি কিছু দূর যাওয়ার পর একটি গাড়ি পেছন থেকে তাদের চাপা দিয়ে পালিয়ে যায়।
এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয় বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
তিনি বলেন, ঘটনার সময় প্রচণ্ড ঝড় হচ্ছিল এবং সড়কটি জনশুন্য ছিল। ফলে কোন গাড়ি চাপা দিয়েছে সেটি তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
নিহতের পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশ মযনাতদন্ত ছাড়াই তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ ঘটনায় বিরল থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে বলে জানান ফকরুল।