ক্যাটাগরি

চট্টগ্রামের মোহরায় গ্রিল কেটে ডাকাতি

সোমবার ভোরে
চান্দগাঁও থানার মোহরা এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ এ ঘটনায়
জড়িত সন্দেহে কয়েকজনকে আটক করেছে বলে জানান চান্দগাঁও থানার ওসি মঈনুর রহমান।

তিনি বিডিনিউজ
টোয়েন্টিফোর ডটকমকে জানান, তিন তলা ভবনটির প্রথম দুই তলা ডুপ্লেক্স। ভবনের দ্বিতীয়
তলার পেছনে জানালার গ্রিল কেটে কিছু লোক ঢুকেছিল।

“এসময় গৃহকর্তা তাদের দেখে ফেলায় তাকে মারধর করে এবং
স্বর্ণালঙ্কার ও কিছু মালামাল লুট করে নিয়ে যায় বলে অভিযোগ করেছে।”

ওসি মঈনুর
বলেন, বাড়ির লোকজন বিষয়টি পুলিশকে জানানোর পর কয়েক জনকে আটক করা হয়েছে। মামলা দায়েরের
প্রস্তুতি চলছে।

আটকদের বিষয়ে
বিস্তারিত জানায়নি পুলিশ। রাত সোয়া ১০টা পর্যন্ত এ ঘটনায় মামলাও হয়নি।