ক্যাটাগরি

ঢাকা বোর্ডে নতুন চেয়ারম্যান তপন কুমার, চট্টগ্রামে মুস্তফা কামরুল

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ নতুন দুই চেয়ারম্যানকে
নিয়োগ দিয়ে সোমবার দুটি প্রজ্ঞাপন জারি করে।

পদার্থবিদ্যার অধ্যাপক তপন কুমার সরকার এর আগে ঢাকা শিক্ষা বোর্ডের সচিবের দায়িত্ব পালন করে আসছিলেন।

আর মুস্তফা কামরুল আখতার চট্টগ্রাম সরকারি সিটি কলেজে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে অধ্যাপনায় ছিলেন।

প্রজ্ঞাপনে নিয়োগের শর্তে বলা হয়, নিজ বেতনক্রম অনুযায়ী বেতন ভাতা পাবেন। পদ সংশ্লিষ্ট ভাতা ও অন্যান্য সুবিধা পাবেন। বোর্ড কর্তৃপক্ষ বিনা ভাড়ায় বাসস্থানের ব্যবস্থা করলে তিনি কোনো বাড়ি ভাড়া ভাতা গ্রহণ করতে পারবেন না।

“সরকারি বাসায় বাস করলে বাড়ি ভাড়াসহ যাবতীয় পাওনা নিজ দায়িত্বে ট্রেজারি চালানের মাধ্যমে সংশ্লিষ্ট খাতে প্রদান করবেন। সরকারের প্রচলিত বিধিবিধান ও আদেশ অনুসারে তার চাকরি নিয়ন্ত্রিত হবে।”