ক্যাটাগরি

পি কে হালদারের রেড নোটিস ‘সবাই দেখতে পায় না’

ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরোর (এনসিবি) সহকারী মহাপরিদর্শক (এআইজি) মহিউল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পি কে হালদারের নামে রেড নোটিস ঠিকই জারি হয়েছে, তবে সবাই তা দেখতে পাবে না।

বিভিন্ন আর্থিক কোম্পানি থেকে ঋণের নামে বিপুল অংকের টাকা আত্মসাত করে ২০১৯ সালের শুরুতে বিদেশে পালিয়ে যান এনআরবি গ্লোবাল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক পি কে হালদার। এরপর দেশে দুদক তার বিরুদ্ধে মামলা করে। আদালত ইন্টারপোলের মাধ্যমে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দেয়।

ওই প্রেক্ষাপটে ২০২১ সালের জানুয়ারিতে পুলিশ সদর দপ্তর থেকে সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে পি কে হালদারের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিস জারির খবর জানানো হয়েছিল। এখন ইন্টারপোলের ওয়েবসাইটে প্রকাশিত রেড নোটিসের তালিকায় ৬৩ জন বাংলাদেশির নাম থাকলেও পি কে হালদার সেখানে নেই।

গত শুক্রবার ভারতের পশ্চিমবঙ্গে পি কে হালদারের গ্রেপ্তার হওয়ার খবর আসার পর রেড নোটিসের তালিকায় নাম না থাকার বিষয়টি আলোচনায় আসছে।

এ বিষয়ে জানতে চাইলে এনসিবি কর্মকর্তা মহিউল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ২০২১ সালের ৮ জানুয়ারি ইন্টারপোল পি কে হালদারের বিষয়ে ওয়ান্টেড পেইজে রেড নোটিশ জারি করে। সেটা এখনও আছে।

“ইন্টারপোল কেন্দ্রীয়ভাবে ‘পাবলিক’ অপশন বন্ধ রেখেছে। তবে বিভিন্ন দেশের আইন প্রয়োগকারী সংস্থা, ইমিগ্রেশন কর্তৃপক্ষ তা ঠিকই দেখতে পাচ্ছে।”

ভারতে পি কে হালদার গ্রেপ্তার হওয়ার পর তাকে রিমান্ডে নেওয়ার খবর সংবাদ মাধ্যমে এলেও সে দেশের কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে বাংলাদেশকে কিছু জানায়নি।

এ বিষয়ে প্রশ্ন করলে মহিউল বলেন, ভারত পি কে হালদারকে রেড নোটিশের ভিত্তিতে গ্রেপ্তার করেছে কি না সেটা তারা জানার চেষ্টা করছেন।

আরও পড়ুন:


পি কে হালদারের বিষয়ে জানতে ভারতকে বাংলাদেশের চিঠি
 


পি কে হালদারকে কীভাবে ফেরত পাওয়া যাবে?
 


পি কে হালদার ভারতে গ্রেপ্তার
 


পি কে হালদারের জের টানছে সেই প্রতিষ্ঠানগুলো