ক্যাটাগরি

সাগরে মাছ ধরা নিষেধ ২০ মে থেকে, জেলেদের জন্য চাল বরাদ্দ

সোমবার মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা
মো. ইফতেখার হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা
জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়,
নিষিদ্ধকালে মাছ ধরায় বিরত থাকা জেলেদের
জন্য ২০২১-২২ অর্থবছরে সরকারের মানবিক খাদ্য সহায়তা
কর্মসূচির আওতায় ১৬ হাজার ৭৫১ দশমিক ৫৬ মেট্রিক টন ভিজিএফ চাল বরাদ্দ করা হয়েছে।

“উপকূলীয় ১৪ জেলার ৬৭ উপজেলা ও চট্টগ্রাম
মহানগরীর ২ লক্ষ ৯৯ হাজার ১৩৫ টি জেলে পরিবারের জন্য এ বরাদ্দ প্রদান করা হয়েছে।
এর আওতায় নিবন্ধিত প্রতিটি জেলে পরিবারকে প্রথম ধাপে প্রতি মাসে ৪০ কেজি করে ৪২ দিনে (২০
মে-৩০ জুন) মোট ৫৬ কেজি চাল প্রদান
করা হবে।”

বৃহস্পতিবার সংশ্লিষ্ট জেলা প্রশাসকদের অনুকূলে এ সংক্রান্ত
মঞ্জুরি আদেশ
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় জারি করেছে বলেও বিজ্ঞপ্তিতে
বলা হয়।

ইফতেখার বলেন,
“ভিজিএফের চাল ১০ জুন ২০২২ তারিখের মধ্যে
উত্তোলন ও মৎস্যজীবীদের মাঝে বিতরণ সম্পন্ন করার নির্দেশনা প্রদান করা হয়েছে।
কার্ডধারী জেলে ব্যতীত এ ভিজিএফ প্রদান না করা এবং মৃত কিংবা পেশা পরিবর্তনের কারণে জেলে সংখ্যার পরিবর্তন হলে
তা পর্যালোচনা করে নীতিমালা অনুযায়ী ভিজিএফ বিতরণের জন্য মঞ্জুরীপত্রে নির্দেশনা
দেওয়া হয়েছে।”

বরাদ্দপ্রাপ্ত উপজেলাগুলো হলো- খুলনার বটিয়াঘাটা, দাকোপ, পাইকগাছা, কয়রা, ডুমুরিয়া, দিঘলিয়া
ও রূপসা; বাগেরহাটের মোংলা, মোড়েলগঞ্জ
ও শরণখোলা; সাতক্ষীরার আশাশুনি ও শ্যামনগর; চট্টগ্রামের বাঁশখালী, আনোয়ারা, মিরসরাই, সন্দ্বীপ, কর্ণফুলী, সীতাকুণ্ড ও চট্টগ্রাম মহানগর; কক্সবাজারের সদর, চকরিয়া, মহেশখালী, উখিয়া, পেকুয়া, কুতুবদিয়া, টেকনাফ
ও রামু।

নোয়াখালীর হাতিয়া, সদর, সুবর্ণচর
ও কোম্পানীগঞ্জ; ফেনীর সোনাগাজী; লক্ষ্মীপুরের রামগতি, সদর, কমলনগর
ও রায়পুর।

বরিশালের মেহেন্দিগঞ্জ, বাকেরগঞ্জ, হিজলা, সদর
ও উজিরপুর; ঝালকাঠির রাজাপুর; বরগুনার সদর, পাথরঘাটা, আমতলী
ও তালতলী; পিরোজপুরের সদর, মঠবাড়িয়া, ভান্ডারিয়া, নাজিরপুর, নেছারাবাদ, কাউখালি
ও ইন্দুরকানি; পটুয়াখালীর সদর, কলাপাড়া, বাউফল, দুমকি, মির্জাগঞ্জ, গলাচিপা, রাঙ্গাবালি
ও দশমিনা এবং ভোলার সদর, বোরহানউদ্দিন,
চরফ্যাশন, দৌলতখান, লালমোহন, তজুমুদ্দিন
ও মনপুরা।