ক্যাটাগরি

সিরাজগঞ্জে পৃথক সড়কে ২ জনের মৃত্যু

নিহতরা হলেন জামালপুরের বকশীগঞ্জ উপজেলার
কামালপুর গ্রামের আবুবক্কর সিদ্দিকের ছেলে আব্দুল্লাহ আল মামুন (৫৭) ও সিরাজগঞ্জের
উল্লাপাড়ার আবুল কালাম আজাদ (৪২)।

বঙ্গবন্ধু সেতুর পশ্চিম থানার এসআই ফিরোজ
আহম্মেদ জানান, মামুন সোমবার দুপুরে মটরসাইকেলে করে যাওয়ার পথে কামারখন্দ উপজেলার সীমান্ত
বাজার এলাকায় একটি বাস চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

চালক ও সহকারী পালিয়ে গেলেও বাসটি জব্দ করে
পুলিশ হেফাজতে নিয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে।

এর আগে সকালে মারা যান আজাদ।

আজাদ 
গ্রামীণ ব্যাংক বগুড়ার শেরপুর উপজেলার কুসুম্বী শাখায় দায়িত্বে ছিলেন বলে সিরাজগঞ্জ
থানার ওসি নজরুল ইসলাম জানিয়েছেন।

ওসি নজরুল বলেন, সকালে উল্লাপাড়া উপজেলার
বোয়ালিয়া বাজার এলাকায় অজ্ঞাত গাড়ির চাপায় আহত হন আজাদ। এক অটোরিকশা চালক তাকে রাস্তার
পাশ থেকে উদ্ধার করে সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে
নিয়ে যান। তবে হাসপাতাল পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছে বলে চিকিৎসক জানিয়েছেন।