ক্যাটাগরি

জয়দেবপুর-ময়মনসিংহ ট্রেন চলাচল শুরু

সোমবার রাত ১১টার দিকে
ট্রেন চলাচল শুরু হয় বলে শ্রীপুর রেল স্টেশন মাস্টার শামীমা আক্তার জানান।

সন্ধ্যা সাড়ে ৭টার
দিকে জয়দেবপুর-ময়মনসিংহ রেলপথে শ্রীপুর রেলওয়ে স্টেশন এলাকায় শ্রীপুর-গোসিঙ্গা সড়কের
লেভেল ক্রসিংয়ে লোহার কয়েকটি ভারী খুঁটি পড়ে ট্রেন চলাচল বন্ধ হয়ে গিয়েছিল।

দুর্ঘটনার পর থেকে
ট্রেন চলাচল এবং ওই ক্রসিং দিয়ে শ্রীপুর-গোসিঙ্গা সড়কে বড় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

স্টেশন মাস্টার শামীমা
আক্তার জানান, গাজীপুর থেকে ক্রেন এনে লাইন থেকে লোহার খুঁটিগুলো অপসারণ করা হয়। এরপর
ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

এর আগে তিনি জানিয়েছিলেন,
লেভেল ক্রসিংয়ে ১১টি খুঁটি পড়ে। সব মিলিয়ে এগুলোর ওজন ২৫-৩০ টন হতে পারে।