নতুন এসব ফিচার পরীক্ষার বিষয়টি
উঠে এসেছে মেটার নিজস্ব ব্লগ পোস্টে।
প্রযুক্তিবিষয়ক সাইট ভার্জের প্রতিবেদন
বলছে, মেটা ‘ভি৪০’ সফটওয়্যার আপডেটে, ‘ওয়ান-অন-ওয়ান মেসেজ’ এবং ভিআর-এর সাহায্যে ‘কল
করার’ মতো নতুন ফিচার পরীক্ষা করছে। তবে, পরীক্ষাটিতে কতজন জড়িত বা ব্যবহারকারী কীভাবে
ফিচার চালু করবেন, সেই বিষয়টি পরিষ্কার নয়।
ভিআর হেডসেটে নতুন ‘অডিও ইকুইলাইজার’
অপশন সহ বাম এবং ডান অডিও চ্যানেলে ভারসাম্য আনার সক্ষমতা নিয়ে কাজ করছে প্রতিষ্ঠানটি।
এ ছাড়া, ভিআর হেডসেটে মেটা একটি ‘মনো
অডিও’ ফিচার পরীক্ষা করছে। সেখানে বাম এবং ডান উভয় স্পিকারেই, ব্যবহারকারী একই মাত্রার
অডিও শুনতে পাবেন বলে প্রতিবেদনে লিখেছে ভার্জ।
কোয়েস্ট ভিআর হেডসেটের বিভিন্ন অ্যাপে
আলাদা ‘প্যাটার্ন লক’-এর একটি ফিচার পরীক্ষার কথা উঠে এসেছে ভার্জের প্রতিবেদনে।
যেসব অ্যাপে ব্যবহারকারী শিশুদের প্রবেশ
চান না, সেই সব অ্যাপে প্রবেশে বাধা দেবে ফিচারটি। ব্যবহারকারী আগে শুধু পুরো হেডসেটে
‘প্যাটার্ন লক’ করতে পারতেন বলে প্রতিবেদনে উল্লেখ করেছে ভার্জ।
ভিআর হেডসেটে আরও বেশি কিবোর্ড ‘দেখতে
পাবেন’ ব্যবহারকারী, যতক্ষণ সেগুলো ব্লুটুথের সঙ্গে যুক্ত থাকবে। ‘ভি৪০’ সফটওয়্যার
আপডেট সহ ‘কোয়েস্ট ২’ হেডসেটে ব্যবহার করে প্রাথমিকভাবে এই ফিচার ‘লজিটেক কে৮৩০’ এবং
অ্যাপলের ‘ম্যাজিক কিবোর্ড’-এ কাজ করেছিল।
ব্যবহারকারী একটি সংখ্যাসূচক কিপ্যাডের
মাধ্যমে, ‘অ্যাপল ম্যাজিক কিবোর্ড’, ‘লজিটেক কে৩৫৭’ এবং ‘লজিটেক এমএক্স কি’ ভিআর হেডসেটে
দেখতে পাবেন।