ক্যাটাগরি

আশুলিয়ায় বাসে ‘যাত্রীবেশী ছিনতাইকারীকে’ পিটিয়ে হত্যা

তার বয়স ৩০ বছর হতে পারে বলে জানালেও
পুলিশ নাম-ঠিকানা বলতে পারেনি।

আশুলিয়া থানার পরিদর্শক আব্দুল রাশিদ
জানান, সোমবার মধ্যরাতে ঢাকা-আরিচা মহাসড়কে যাত্রীবেশে সাভার পরিবহনের একটি বাসে উঠে
তিন ব্যক্তি ছিনতাই শুরু করে। বাসটি নবীনগর এলাকায় পৌঁছালে যাত্রীরা চিৎকার করে। এ
সময় মহাসড়কে থাকা ট্রাফিক পুলিশের এসআই হেলাল দৌড়ে বাসে উঠে একজনকে আটক করেন।

“উত্তেজিত জনতা তাকে  গণপিটুনি দেয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে
গেলে সেখানে তিনি মারা যান।”

পুলিশ অন্য দুই ছিনতাইকারীকে শনাক্ত
করতে পারেনি। এ ঘটনায় কোনো যাত্রী অভিযোগ করেনি বলে জানান পরিদর্শক রাশিদ।