উপজেলার
মনোহরপুর ইউনিয়নের আমতলী মধ্যপাড়া গ্রাম থেকে মঙ্গলবার সকালে তার মরদেহ উদ্ধার করা
হয় বলে হরিণাবাড়ী পুলিশ তদন্তকেন্দ্রের এসআই রায়হান আলী জানান।
প্রয়াত
অমল দাস (৪৯) ওই গ্রামের ষষ্টি দাসের ছেলে। গ্রামে তার একটি মনোহারি সামগ্রীর দোকান
রয়েছে।
পরিবারের
সদস্যদের বরাতে এসআই রায়হান জানান, কয়েকদিন আগে অমল দোকানটি বন্ধ করে দেন। এ নিয়ে তার
স্ত্রীর সঙ্গে পারিবারিক কলহ হলে স্ত্রী বগুড়ায় তার বাবার বাড়ি চলে যান। এদিকে অমলের
অনেক ঋণ ছিল বলে এখানে সেখানে ঘুরে বেড়াতেন।
“সকালে
তার মরদেহ বাড়ির পাশের আমগাছে ঝুলন্ত অবস্থায় স্থানীয়রা দেখতে পায়। পুলিশ খবর পেয়ে
ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে।”
তবে এটি
হত্যা নাকি আত্মহত্যা তা তদন্ত করা হচ্ছে বলে জানান রায়হান আলী।