ক্যাটাগরি

চাঁদপুরে সেপটিক ট্যাংকে নেমে ২ ভাইয়ের মৃত্যু

মঙ্গলবার সকালে হাজীগঞ্জ বাজারের হকার্স মার্কেটে বারেক হাজীর নির্মাণাধীন ভবনে এ ঘটনা ঘটে বলে হাজীগঞ্জ থানার ওসি মো. জোবায়ের জানান।

মৃতরা হলেন-চাপাইনবাবগঞ্জ জেলার নাছোল উপজেলার সুখানদিঘি গ্রামের মো. সাজেমান আলীর ছেলে রাব্বানি (৩৮) ও তার ছোট ভাই মোহন (২২)।

প্রত্যক্ষদর্শী আরাফাত হোসেন বলেন, সকাল সাড়ে ৯টার সময় মোহন নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকে নামেন। এরপর দীর্ঘক্ষণ তার কোন সাড়া না পেয়ে তার ভাই ওই ভবনের ঠিকাদার রাব্বানিকে ফোনে খবর দেওয়া হয়। পরে রাব্বানি গিয়ে ভাইকে তোলার জন্য ট্যাংকের ভেতরে নামে।

এরপর তারও কোন সাড়া শব্দ না পেয়ে স্থানীয় লোকজন ফায়ার সার্ভিসকে খবর দেয়। তারা গিয়ে দুই ভাইকে সেপটিক ট্যাংক থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠালে সেখানে কর্তব্যরত চিকিৎসক দুইজনকেই মৃত ঘোষণা করেন। 

ওসি বলেন, দুই ভাইয়ের লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। তাদের পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তীতে ব্যবস্থা গ্রহণ করা হবে।