ক্যাটাগরি

নর্থ সাউথকে ‘বিলাসবহুল’ ১০ গাড়ি বিক্রির নির্দেশ

ট্রাস্টিদের জন্য ব্যবহৃত এই গাড়িগুলো বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা উন্নয়নের সঙ্গে সম্পর্কিত না হওয়ায় শিক্ষা মন্ত্রণালয় এ নির্দেশ দিয়েছে।

১০টি গাড়ির মধ্যে রয়েছে ৮টি রেঞ্জ রোভার, একটি মার্সিডিজ বেঞ্জ ও একটি টয়োটা প্রাডো।

মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব মো. ফরহাদ হোসেন স্বাক্ষরিত এক আদেশে বলা হয়, বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন অনুযায়ী, প্রত্যক বেসরকারি বিশ্ববিদ্যালয়ে একটি সাধারণ তহবিল থাকবে এবং সাধারণ তহবিলের অর্থ বিশ্ববিদ্যালয়ের প্রয়োজনীয় ব্যয় ব্যতীত অন্য কোনো উদ্দেশ্যে ব্যয় করা যাবে না।

“কিন্তু নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় শিক্ষা ও গবেষণা উন্নয়ন খাতে প্রয়োজনীয় ব্যয় না করে ২০১৯ সালের জানুয়ারি থেকে ২০২২ পর্যন্ত মোট ১২টি গাড়ি কিনে, যার মধ্যে ১০টি বিলাসবহুল গাড়ি বিশ্ববিদ্যালয়টির শিক্ষা ও গবেষণা উন্নয়নের সাথে সম্পর্কিত নয়।”