ক্যাটাগরি

নড়াইলে ’আধিপত্য বিস্তারে’ ভ্যানচালককে হত্যা, আহত ২, আটক ৪

উপজেলার নোয়াগ্রাম ইউনিয়নে মঙ্গলবার
দুপুরে এ ঘটনা ঘটে বলে লোহাগড়া থানার ওসি শেখ আবু হেনা মিলন জানান।

নিহত মিজানুর শরিফ (৬০)
উপজেলার শামুকখোলা গ্রামের ওয়াদুদ শরিফের ছেলে।

আহত মফিদুল কাজী (৫৫) ও আশরাফ
আলীকে (৬২) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয়দের বরাতে ওসি বলেন, আধিপত্য
বিস্তার নিয়ে গ্রামের কাজী আব্দুল আলিম ও হোসেন কাজীর সমর্থকদের মধ্যে দীর্ঘদিন
ধরে সংঘাত চলছিল। মঙ্গলবার দুপুরে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধলে হতাহতের ঘটনা ঘটে।

নিহতের ছেলে সিয়াম শেখ অভিযোগ
করে বলেন, “সোমবার হোসেন কাজীর লোকেরা আমাদের গ্রুপের একজনের গরু ধরে নিয়ে যায়। এর
জের ধরে মঙ্গলবার দুপুরে দুপক্ষের লোকজন সংঘর্ষে জড়ায়। সংঘর্ষের মধ্যে আমাদের
প্রতিপক্ষের লোকজন বাবার বুকে ধারালো সড়কি দিয়ে কোপালে তার মৃত্যু হয়।“

এ ব্যাপারে হোসেন কাজীর সঙ্গে
যোগাযোগের চেষ্টা করে পাওয়া যায়নি।

ওসি আবু হেনা আরও জানান, ঘটনাস্থলে
অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য চারজনকে আটক করা হয়েছে।

নড়াইলের পুলিশ সুপার প্রবীর
কুমার রায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন।