বাগেরহাটর ভোক্তা অধিকারের সহকারি পরিচালক (এডি) আব্দুল্লাহ আল ইমরান জানান, গত সাতদিনে ১২টি ব্যবসা প্রতিষ্ঠানে এ অভিযান চালিয়ে নয় হাজার লিটার তেল উদ্ধার করেন তারা।
পরে ওইসব প্রতিষ্ঠানের মালিককে এক লাখ ৬০ হাজার টাকা জরিমানা এবং মজুদ করা তেল ন্যায্য মূল্যে সাধারণ ক্রেতাদের কাছে বিক্রি করা হয়।
এদিকে বাগেরহাটে অবৈধ মজুদদার ব্যবসায়িদের বিরুদ্ধে চলা অভিযানের মধ্যে সোমবার বিকালে আরও ৬০০ লিটার ভোজ্যতেল জব্দ করা হয়।
ইমরান বলেন, উপজেলার গিলাতলা বাজারের ‘মেসার্স ফাতেমা স্টোরে’ অভিযান চালিয়ে এ তেল উদ্ধার করেন তারা। অবৈধ মজুদের অভিযোগে এ প্রতিষ্ঠানের ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা কররা হয়েছে।
পরে ওই তেল সাধারণ ক্রেতাদের মাঝে ১৬০ টাকা লিটার দরে বিক্রি করে দে্ওয়া হয়।
ভোজ্যতেলের বাজার স্বাভাবিক রাখতে অভিযান চলবে বলে জানান ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এ কর্মকর্তা।