ক্যাটাগরি

যৌতুকের মামলায় কারাগারে কর কর্মকর্তা

চট্টগ্রামের মহানগর হাকিম জুয়েল দেব মঙ্গলবার জামিন আবেদন নাকচ করে এ আদেশ দেন।

কর কর্মকর্তা রাজীব রানা মল্লিক (৪৩) বর্তমানে ঢাকা কর অঞ্চল-১৪ এর সহকারী কর কমিশনার পদে কর্মরত। চট্টগ্রামের বাঁশখালী উপজেলার গুণাগরি গ্রামে তার বাড়ি।

তার স্ত্রী স্কুল শিক্ষিকা প্রিয়া মুহুরী মল্লিক গত ৬ মার্চ আদালতে ২০১৮ সালের যৌতুক নিরোধ আইনে মামলাটি করেন।

বাদীর আইনজীবী শুভাশীষ শর্মা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “২০১০ সালে তাদের বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর থেকেই স্ত্রীকে শারীরিক নির্যাতন শুরু করেন রাজীব রানা।

“কিছুদিন আগে তিনি জরুরি প্রয়োজনের কথা বলে ৫ লাখ টাকা দাবি করেন। টাকা দেওয়া সম্ভব নয় জানালে মারধর শুরু করেন। সবশেষ ৪ মার্চ বাদীর বাবার বাসায় গিয়েও মারধর করেন এবং টাকা না দিলে আবার বিয়ে করার হুমকি দেয়।”

আইনজীবী শুভাশীষ শর্মা জানান, প্রিয়া মুহুরী আদালতে মামলা করলে বিচারক তা গ্রহণ করে আসামির বিরুদ্ধে সমন জারি করেছিলেন।

“আজ ধার্য দিনে আসামি হাজির হয়ে জামিনের আবেদন করেন। আদালত সেই আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।”